রাজশাহীতে নাবিল গ্রুপের চুরি হওয়া ট্রাকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দর এলাকায় সড়কের পাশে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ট্রাকের কেবিন থেকে মরদেহটি উদ্ধার করে।
এদিকে, ট্রাকটি চুরি হয়েছে দাবি করে গতকাল রাতে নাটোর সদর থানায় নাবিল গ্রুপের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নাবিল গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, রাজশাহী থেকে টিসিবির ১৪ লাখ টাকার পণ্য নিয়ে ট্রাকটি বৃহস্পতিবার রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। এই ট্রাকের চালকের বাড়ি নাটোরে। কুমিল্লা যাওয়ার পথে নাটোরের কান্দিভিটা এলাকায় ট্রাকটি রেখে চালক ও হেলপার নিজ নিজ বাড়ি চলে যান। সকালে এসে চালক আর ট্রাক পাননি বলে নাবিল গ্রুপকে জানান। পরে ট্রাক চুরির সন্দেহে মামলায় চালক-হেলপারকে আসামি করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ট্রাকটি আমরা খোঁজাখুঁজি করছিলাম। এর মধ্যেই রাজশাহীর এয়ারপোর্ট থানার মাধ্যমে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এবং ভেতরে একটি মরদেহ থাকার ব্যাপারে খবর পাই। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ট্রাক চুরির মামলায় আসামি চালককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। হেলপারকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ট্রাকে কীভাবে কার মরদেহ এলো সেটি তদন্ত করা হচ্ছে।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এয়ারপোর্ট থানা এবং নাটোর সদর থানা পুলিশ কাজ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন বলেন, ট্রাক চুরি হয়েছিল। এ ঘটনায় মামলাও করা হয়েছে। তবে বিস্তারিত আমি বলতে পারব না।