ঢাকাসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

বিদেশে মিঠা পানির মাছ রপ্তানি বৃদ্ধিকরণে রাজশাহী চেম্বারের সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১১, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ । ১৮২ জন

বিভিন্ন দেশে এ অঞ্চলের মিঠা পানির মাছ রপ্তানি বৃদ্ধিকরণে সরকারি উর্দ্ধতন কর্মকর্তা ও স্থানীয় মৎস খামারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ১১ সেপ্টেম্বর  (সোমবার) বেলা ১২ টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে চেম্বার “বোর্ডরুমে” সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র  সভাপতি  মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ (সুমন)।

সভায় আলাপকালে সরকারী কর্মকর্তাবৃন্দ ও মৎস খামারীগণ এমন একটি আলোচনা সভার উদ্যোগ গ্রহনের জন্য রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পর্ষদকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় কিভাবে সরকারী নীতি সহজীকরনের মাধ্যমে সরকারীভাবে অধিক পরিমান মৎস বিদেশে রপ্তানি করার পাশাপাশি যে সব প্রতিকুলতা আছে তা সকল পক্ষকে সাথে নিয়ে সমাধানের ব্যাপারে সকলে একমত পোষন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিসারিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আক্তার হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ মন্ডল, রপ্তানী উন্নয়ন ব্যুরোর সহকারী পরিচালক কাজী মোঃ সাইদুর রহমান, আমদানী ও রপ্তানী যুগ্ম-নিয়ন্ত্রক দপ্তরের নির্বাহী কর্মকর্তা,  মোঃ আব্দুল হালিম।

আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, পরিচালক মোঃ শাহাদৎ হোসেন বাবু, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ মোস্তাফিজুর রহমান, এস.এম আইয়ুব এবং বিভিন্ন মস খামারের  সাদিকুল ইসলাম (মেজো), মোঃ সোহরাব আলী, মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুর রহমান, মোঃ সাহারুল ইসলাম, মোঃ শামীম মৃধা, মোঃ আতিকুর রহমান, আহমদ মুনতাসির বিল্লাহ ( সানি), গোলাম সাকলাইন, স্বপন চৌধুরী, মোঃ জাহির হোসেন সৌরভ, মতিউর রহমান পিয়াস ।

Paris