ঢাকাসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১১, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ । ১০৪ জন

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ টায় পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন রাজশাহী পুলিশ সুপার মো. সাইফুর রহমান, পিপিএম।

এরপর পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন। এ প্যারেডে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার-সহ সব পদমযাদার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

প্যারেড পরিদর্শনের পর পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে রাজশাহী পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হয়ে সুশৃঙ্খভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করবে। দেশ ও জনগণের সেবা করাই পুলিশের ব্রত।

তিনি পুলিশকে আইনকে সমুন্নত রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

Paris