ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

ভারত-পাকিস্তান ম্যাচে স্বর্ণের আইফোন হারালেন উর্বশী

অক্টোবর ১৫, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ । ৯৯ জন

ভারতের মাটিতে চলমান এবারের ক্রিকেট বিশ্বকাপ আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে শনিবার। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের সে ম্যাচ দেখতে গ্যালারিতে দেখা গেছে বলিউডের একাধিক তারকাকে।

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাও ছিলেন সেখানে। পাকিস্তানকে হারিয়ে ভারত জয় পেলেও অভিনেত্রীকে ফিরতে হয়েছে হারানোর বেদনা নিয়ে।

জানা গেছে, এদিন খেলা দেখতে গিয়েই নিজের সখের স্বর্ণের আইফোন হারিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

টুইট করে নিজেই সেই দুঃসংবাদ দেন অভিনেত্রী। উর্বশী জানান, আমার ২৪ ক্যারেট সোনার আসল আইফোন হারিয়ে গেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কেউ যদি দেখে থাকেন, তাহলে দয়া করে আমাকে খবর দিয়ে সাহায্য করুন। কিংবা আপনার পরিতিত কেউ আমাকে সাহায্য করতে পারলে তাকে ট্যাগ করুন।

Urvashi Rautela seeks help to find her '24k gold iPhone' which got lost  during Ind-Pak match | Entertainment News – India TV

উর্বশীর পোস্টের মন্তব্যে সান্ত্বনা দিয়েছেন তার ভক্তরা। একজন লেখেন, আশা রাখছি, আপনার প্রিয় জিনিসটি দ্রুত পাবেন।

শনিবার খেলা চলাকালীন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন উর্বশী। স্টেডিয়ামের গ্যালারিতে তাঁকে নীল পোশাকে দেখা গেছে।

বাংলানিউজ