ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

ভারতের বিপক্ষে খেলতে চান সাকিব, ব্যাটিংয়ে ফিরবেন মঙ্গলবার

অক্টোবর ১৬, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ । ৮১ জন

ঊরুতে চোট পাওয়া সাকিব আল হাসানকে নিয়ে সুখবর দিলো বাংলাদেশ। তার হাঁটাচলা বেশ স্বাভাবিক। মঙ্গলবার ফিরবেন ব্যাটিংয়ে। তবে সবথেকে বড় কথা সাকিব নিজে ভারতের বিপক্ষে খেলতে চেয়েছেন। দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ খবর নিশ্চিত করেছেন।

আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুরে টিম হোটেলে কানরাডে সাকিবকে নিয়ে খালেদ মাহমুদ বলেছেন, ‘সাকিব গেটিং বেটার। এখন পেইন ফ্রি আছে। এখনও মাঠে নামেনি তাই সিনারিওটা বলা যাচ্ছে না। কালকে নেটে ব্যাটিং করবে। রানিং বিটিউন দ্য উইকেট করবে হয়তোবা। আশা করি এই ম্যাচে…আমরা ধারনা করছি ওকে পাবো।’

সাকিবের ফেরা নির্ভর করবে তার দ্বিতীয় স্ক্যানের রিপোর্টের ওপর। চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তার স্ক্যান করানো হয়েছিল। রিপোর্টে টিয়ার ধরা পড়ে। যদিও তা খুব বড় নয়। তাই নির্ভাবনায় আছে টিম ম্যানেজমেন্ট।

‘যেহেতু মেডিকেল ইস্যু আছে। পায়ে যেহেতু টিয়ার আছে…বাট পেইন ফ্রি। আজ সুইমিংয়ে কিছু কাজ ছিল। আপার পার্টে জিম ছিল। কাল মাঠে ব্যাটিংয়ের পর স্ক্যান করানো হবে। তখন বুঝতে পারবো কোন অবস্থায় আছে। তাহলে পরিস্কার ছবি পাবো।’ –যোগ করেন খালেদ মাহমুদ।

তিনি আরও বলেন, ‘যেহেতু টিয়ারের ব্যাপার, ব্যথা থাকতেই পারে। পেশিতে যেহেতু চোট পেয়েছে টিয়ার থাকবেই। কতোটা রিকভার হয়েছে সাকিবের এটা দেখতে হবে। এটা (এই ধরনের চোটে) হাঁটলেও ব্যথা হয়। সাকিবের মাশাল্লাহ এরকম কিছুই নেই। যার জন্য আমরা আশাবাদী। ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌঁড়ানোর মধ্যে পার্থক্য আছে।’

‘যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছি। কালকে হয়তো এটা দেখবে। আমরা চাই। যদি এরকমও বলি যে ৯০ পার্সেন্ট ফিট বা ৯৫ পার্সেন্ট ফিট। সাকিব যেহেতু চোট পাওয়ার পরেও ব্যাটিং করেছে ১০ ওভারের কোটার বোলিং করেছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তো খেলতে চাইছে। এটা ডিপেন্ড করবে ওর শতভাগ ফিটনেসের ওপর।’

তবে সাকিবকে নিয়ে সতর্ক থাকবে টিম ম্যানেজমেন্ট। পুনেতে ১৯ অক্টোবর দিবারাত্রির ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা। বিশ্বকাপে যা বাংলাদেশের চতুর্থ ম্যাচ। এরপরও আরও পাঁচটি ম্যাচ থাকবে। নিজেদের লক্ষ্য সেমিফাইনাল পৌঁছানোর সুযোগ থাকবে পরবর্তী ম্যাচগুলোতেও। তাই বাড়তি ঝুঁকি না নিয়ে শতভাগ ফিট সাকিবকেই সেরা একাদশে চান খালেদ মাহমুদ।

‘টুর্নামেন্টের ছয়টা ম্যাচ বাকি আছে। আমরা চাই না একটা ম্যাচ খেলে পুরো টুর্নামেন্ট সাকিবকে মিস করুক। চিকিৎসক-ফিজিওদের ওপর এটা নির্ভর করছে। কোচের মতামতের ব্যাপার না এটা। আমরা চাই না যে এটা খেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয় তাহলে আমরা খেলবো।’

রাইজিংবিডি