বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় কালবেলার রাজশাহী বিভাগীয় ব্যুরো অফিসে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
পত্রিকাটির রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী-০২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
এ ছাড়া রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ দারা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুনুর রশিদ, দৈনিক আমাদের সময়ের রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম, বিশ্বাস বিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার মমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা কালবেলার ভূয়সী প্রশংসা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।