ঢাকাবুধবার , ১৮ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

তৃতীয় বারের মতো দায়িত্ব গ্রহণ করায় রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা

অক্টোবর ১৮, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ । ৮২ জন

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তৃতীয় বারের মতো দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রেণীপেশার মানুষ। মঙ্গলবার নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন তারা।

রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। এ সময় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ব্রাঞ্চ ম্যানেজার ফরিদ মোহাম্মদ শামীম, সিনিয়ার পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ হোসেন আলী, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভমোঃ মিজানুর রহমান, সিনিয়র কাস্টমার সার্ভিস অফিসার মোহাম্মদ মাসুদ রানা তুষার, সিনিয়র কাস্টমার সার্ভিস অফিসার মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মোহাম্মদ তাজউদ্দীন আহমেদ সুমন, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ কাজী মোঃ ওয়ারেস হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক শেখ মো. রেজাউল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলার সভাপতি মো. আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক সহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর প্রধান শিক্ষক ফোরামের পক্ষে মো. গোলাম মাওলা, তারিকুল ইসলাম, আব্দুল জলিল, সানিক উদ্দীন, মনোয়ারা পারভীন, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের রাজশাহী জেলা সমন্বয়ক নাকিবুল কায়েস নাকিব, মনিটরিং কর্মকর্তা ইয়াসির আরাফাত রাব্বি, ট্রেনিং এন্ড মনিটরিং কর্মকর্তা এসএম সম্রাটসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।