ঢাকাবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৩ হাজার ৭৮৫

অক্টোবর ১৯, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ । ৭৭ জন

ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। গত ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধ এখনো চলছে। বৃহস্পতিবারও এক ইসরাইলি হামলায় ৭ শিশুসহ ৯ ফিলিস্তিনির প্রাণ গেছে। এ খবর দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।

এদিকে এ সংঘাতে ইসরাইলি নিহতের সংখ্যা এক হাজার ৪০০ হয়েছে। ইতোমধ্যে জ্বালানি ও চিকিৎসাসামগ্রী সংকটে গাজায় তিনটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। চতুর্থটির কার্যক্রমও বন্ধ করে দেওয়ার কথা শোনা যাচ্ছে।

এদিকে ইসরাইল সফরে গিয়ে দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ইসরাইলের অন্ধকারতম সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। আমরা সংহতির জন্য ইসরাইলের পাশে দাঁড়াব, আমরা চাই ইসরাইলের জয় হোক।

এদিকে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে মানবিক সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে ইসরাইলেও সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ফিলিস্তিনের তুলনায় ইসরাইলকে সহায়তার আকার ১০০ গুন বেশি।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, হামাসের হামলার কারণে বেসামরিক লোকদের দোষারোপ ও দুর্ভোগে ফেলা উচিত হবে না। আমরা আমাদের সহযোগীদের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সহায়তা অব্যাহত রাখা, যারা নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার চেষ্টা করছে বা যাদের সহায়তার প্রয়োজন রয়েছে তাদের খাদ্য, পানি ও স্বাস্থ্য সহায়তা দেওয়া এবং আশ্রয় দেওয়া।

যুগান্তর