ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

মালবাহী ট্রেনের লোকোমাস্টারসহ তিনজন বরখাস্ত

অক্টোবর ২৩, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ । ৮৯ জন

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনের পেছন দিকে ধাক্কা দেওয়া মালবাহী ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ডকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তের পর তারা এ ব্যবস্থা নিয়েছেন।

দুর্ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ে দুটি পৃথক কমিটি গঠন করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্বে রয়েছেন ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবির। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

চট্টগ্রামে রেলওয়ের পূর্বাঞ্চলীয় কার্যালয় পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট শহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান মহাপরিচালক।

জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরবে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়।
আউটার স্টেশনে মালবাহী একটি ট্রেন পেছন দিকে থেকে ধাক্কা দিলে এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের কারণ হিসেবে মালবাহী ট্রেনের সিগন্যাল না মানার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলানিউজ