ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

ইসরায়েলি বোমায় ফিলিস্তিনি কবির মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ । ৬৬ জন

গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় ফিলিস্তিনি কবি হেবা কামাল আবু নাদা মারা গেছেন। খবর গালফ টুডে।

ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিহত কবির জন্য শোক প্রকাশ করেছে। হেবা কামাল গল্প, উপন্যাস ও কবিতা লিখেছেন।

১৯৯১ সালের ২৪ জুন সৌদি আরবে জন্মগ্রহণ করেন হেবা কামাল। তার জন্মের বহু বছর আগে ১৯৪৮ সালে ফিলিস্তিনের বেইত জিরজা গ্রাম থেকে তার পরিবার বাস্ত্যুচ্যুত হয়।

হেবা কামাল বায়োকেমিস্ট্রি এবং শিক্ষাগত পুনর্বাসন নিয়ে অধ্যয়ন করেছেন, শিক্ষা ক্ষেত্রে কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। ‘অক্সিজেন ইজ নট ফর দ্য ডেড’ উপন্যাসের জন্য তিনি শারজাহ পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলানিউজ

Paris