শ্রুতি হাসান। অভিনেত্রী হিসেবে বৃহত্তর পরিচয়টা হলেও তিনি গানেও বেশ দক্ষ। বহু সিনেমায় গান করেছেন। গেয়েছেন আলাদা মিউজিক ভিডিওতেও। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নতুন একটি গানচিত্র প্রকাশ করলেন শ্রুতি। যেটার শিরোনাম ‘মনস্টার মেশিন’।
এই গানের কিছু বিশেষত্ব আছে। এটি গাওয়ার পাশাপাশি লিখেছেন ও কম্পোজ করেছেন শ্রুতি নিজেই। আবার এর ভিডিওতে ব্যতিক্রম অবতারে অভিনয়ও করেছেন তিনি। নারীবাদ নিয়ে বেশ সচেতন শ্রুতি। তার সেই স্পষ্ট চিন্তাভাবনা উঠে এসেছে গানটির কথায়। যেমন একটি লাইন রয়েছে এমন- ‘পুরুষ নয়, আমার একটা মনস্টার প্রয়োজন’।
গানটি নিয়ে এক সাক্ষাৎকারে শ্রুতি হাসান জানান, এত দিন তিনি যেসব কাজ করেছেন, এটি তার একেবারে বিপরীত। তার ভাষ্য, ‘`ভিডিওতে আমি চারটি চরিত্রে অভিনয় করেছি, যেটা চার ধরনের নারীকে প্রতিনিধিত্ব করে। এমন অনেক নারী রয়েছেন, যাদের ভেতরে ছোট ছোট আগুন রয়েছে, যারা বিভিন্ন কারণে পুড়ছেন। আমি একটা কথা শুনেছিলাম, সেটা হলো- ‘আমরা (নারী) হলাম পিশাচের নাতনি, যাদেরকে পোড়াতে পারবে না’; এই কথা আমার সারাজীবন মনে থাকবে।”
শ্রতি হাসানের বাবা কিংবদন্তি অভিনেতা কমল হাসানও গান করেন। তবে শ্রুতির মতে, সংগীতে তিনি বাবার চেয়েও বেশি মেধাবী।
‘মনস্টার মেশিন’ গানটির সংগীত প্রযোজনা করেছেন করন কাঞ্চন ও করন পারিখ। এর ভিডিও নির্মাণ করেছেন দ্বারকেশ প্রভাকর। শ্রুতি হাসানের নিজের ইউটিউব চ্যানেলেই এটি উন্মুক্ত করা হয়েছে।
গানের লিংক
:
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও বাংলাট্রিবিউন