ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

গাজায় নিহত ছাড়াল ৮ হাজার

অক্টোবর ২৯, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ । ১০১ জন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনে নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি আগ্রাসন আজ ২৩তম দিনে গড়িয়েছে। ওই দিন ভোরে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের যোদ্ধারা ইসরাইলে হামলা চালানোর পর গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।

এদিকে ইসরাইল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার রাতে সাংবাদিকদের বলেছেন, আমরা যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু করেছি। এ পর্যায়ে আমাদের লক্ষ্য হলো হামাস ও তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা। সেই সঙ্গে জিম্মিদেরকে দেশে ফিরিয়ে আনা।

যুগান্তর

Paris