ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

জন্মদিনে জানুন কৃতির সৌন্দর্য রহস্য ও কিছু তথ্য

অক্টোবর ২৯, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ । ৮৬ জন

সম্ভ্রান্ত পঞ্জাবি পরিবারের মেয়ে কৃতি। ইশিতা খারবান্দা তাঁর বোন, ভাই জয়ওয়াধন খারবান্দাইনস্টাগ্রাম থেকে

ছোট্ট বয়সেই একাধিক বিজ্ঞাপনে কাজ করেন কৃতি। স্কুল-কলেজে পড়ার সময়ও কাজ করে গিয়েছেন একটানা। ফেয়ার অ্যান্ড লাভলী, স্পার, ভীম জুয়েলার্সের মতো সংস্থার সঙ্গে কাজ করেছেন।

শিশুশিল্পী হিসেবে পদার্পণ ইন্ডাস্ট্রিতে

স্নাতক পাস করে জুয়েলারি ডিজাইনিংয়ে ডিপ্লোমা করেন কৃতি। কিন্তু আসল ভালোবাসা ছিল অভিনয়ই। তাই ক্যারিয়ার হিসেবে মডেলিং এবং অভিনয়কেই বেছে নেন।

২০০৯ সালে তেলুগু ছবি ‘বনি’-তে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। কন্নড়, তামিল ছবিতেও অভিনয় করেছেন। ‘রাজ: রিবুট’ ছবির মাধ্যমে পা রাখেন বলিউডে। মাত্র এক দশকে ২৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন কৃতি। ২০০৯ সালে তেলুগু ছবি ‘বনি’-তে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। কন্নড়, তামিল ছবিতেও অভিনয় করেছেন। ‘রাজ: রিবুট’ ছবির মাধ্যমে পা রাখেন।

মাত্র এক দশকে ২৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন কৃতি।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য কিছু ছবি হলো, ‘গুগলি’, ‘সুপার রঙ্গা’, ‘ব্রুস লি-দ্য ফাইটার’, ‘গেস্ট ইন লন্ডন’, ‘পাগলপনতি’, ‘হাউসফুল ৪’, ‘শাদি মে জরুর আনা’
তাঁর অভিনীত উল্লেখযোগ্য কিছু ছবি হলো, ‘গুগলি’, ‘সুপার রঙ্গা’, ‘ব্রুস লি-দ্য ফাইটার’, ‘গেস্ট ইন লন্ডন’, ‘পাগলপনতি’, ‘হাউসফুল ৪’, ‘শাদি মে জরুর আনা’

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়জগতে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। খুব অল্প সময়ের ব্যবধানেই প্রতিভাবান এই অভিনেত্রী সবার মন জয় করে নিয়েছেন।মিষ্টি হাসি আর কাজের প্রতি অনুরাগ তাঁকে সফল হতে সাহায্য করেছে
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়জগতে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। খুব অল্প সময়ের ব্যবধানেই প্রতিভাবান এই অভিনেত্রী সবার মন জয় করে নিয়েছেন।মিষ্টি হাসি আর কাজের প্রতি অনুরাগ তাঁকে সফল হতে সাহায্য করেছে।

বলিউডে পা রাখতেই অসাধারণ অভিনয়ের কারণে তিনি ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে সমালোচক সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেত্রী হিসেবে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছেন। এর জন্য প্রচুর সময় ও শ্রম দিয়েছেন তিনি।

হাজারো ব্যস্ততার মাঝেও তিনি নিজেকে ফিট রাখার ব্যাপারে বেশ সচেতন
হাজারো ব্যস্ততার মাঝেও তিনি নিজেকে ফিট রাখার ব্যাপারে বেশ সচেতন।

কৃতি মনে করেন, প্রত্যেকেরই উচিত নিজেকে ভালোবাসা। আর এর জন্য প্রয়োজন নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে নিজের শরীর ও মনকে সুস্থ ও সবল রাখা। আর একজন অভিনয়শিল্পী হিসেবে তাঁর কাছে নিজের সৌন্দর্য ধরে রাখা ও নিজেকে ফিট রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সারা দিনের কর্মব্যস্ততার ফলে শরীরে যেন কোনো প্রকার ঘাটতি না হয়, সেদিকে তাঁকে লক্ষ রাখতে হয়
কৃতি মনে করেন, প্রত্যেকেরই উচিত নিজেকে ভালোবাসা। আর এর জন্য প্রয়োজন নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে নিজের শরীর ও মনকে সুস্থ ও সবল রাখা। আর একজন অভিনয়শিল্পী হিসেবে তাঁর কাছে নিজের সৌন্দর্য ধরে রাখা ও নিজেকে ফিট রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সারা দিনের কর্মব্যস্ততার ফলে শরীরে যেন কোনো প্রকার ঘাটতি না হয়, সেদিকে তাঁকে লক্ষ রাখতে হয়।

তিনি নিয়মমাফিক খাওয়া, ঘুম, ব্যায়াম ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফিট রাখেন। সৌন্দর্যসচেতন এ অভিনেত্রী নিজের জন্য উপযুক্ত ডায়েট প্ল্যান নির্ধারণ করে তা নিয়মিত মেনে চলেন।

ত্বকের সৌন্দর্য রক্ষায় কৃতি প্রচুর পানি পান করে থাকেন। নিয়ম করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি ধনে-জিরা পানি পান করে থাকেন। এটি একদিকে যেমন শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি তাঁকে সারা দিন কর্মক্ষম এবং সুন্দর থাকতে সাহায্য করে
ত্বকের সৌন্দর্য রক্ষায় কৃতি প্রচুর পানি পান করে থাকেন। নিয়ম করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি ধনে-জিরা পানি পান করে থাকেন। এটি একদিকে যেমন শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি তাঁকে সারা দিন কর্মক্ষম এবং সুন্দর থাকতে সাহায্য করে।

তিনি চিনি যতটা সম্ভব কম খাওয়া কিংবা পরিহার করার চেষ্টা করেন ও নিয়মিত ব্ল্যাক কফি পান করেন। আর যথাসম্ভব স্বাস্থ্যকর খাবারটা তাঁর চাই-ই চাই
তিনি চিনি যতটা সম্ভব কম খাওয়া কিংবা পরিহার করার চেষ্টা করেন ও নিয়মিত ব্ল্যাক কফি পান করেন। আর যথাসম্ভব স্বাস্থ্যকর খাবারটা তাঁর চাই-ই চাই।

অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে কৃতির প্রেমের সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। আগের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় পুলকিতের। শুরুর দিকে সম্পর্কের কথা স্বীকার না করলেও এখন দুজনেই প্রেম করছেন বলে মেনে নিয়েছেন। তবে আপাতত বিয়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে কৃতর বলেন, ‘সবকিছুর সঠিক সময় রয়েছে। খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। পুলকিতের সঙ্গে প্রেম করছি মানতে কোনো আপত্তি নেই।

পাঞ্জাবি কন্যা হয়েও গড়গড়িয়ে তামিল, তেলেগু, কন্নড় ভাষায় কথা বলতে পারেন কৃতি
পাঞ্জাবি কন্যা হয়েও গড়গড়িয়ে তামিল, তেলেগু, কন্নড় ভাষায় কথা বলতে পারেন।

এই বলিউড নায়িকা বলেন, ‘নতুন কিছু শিখতে আমি দারুণ ভালোবাসি। নতুন ভাষা শিখতেও আমার দারুণ লাগে। দক্ষিণি ছবিতে কাজ করার জন্য তামিল, তেলেগু, কন্নড় সব ভাষা রীতিমতো শিখেছি। তাই বাংলা ছবির প্রস্তাব এলে অবশ্যই লুফে নেব। আর বাংলা ভাষাটাও শিখে ফেলব।’
প্রথম আলো