ইসরায়েল ও ফিলিস্তানের মধ্যকার যুদ্ধের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে কলকতার ইডেন গার্ডেনসে ফিলিস্তানের পতাকা উড়িয়ে চার যু্কব আটক হয়েছেন। ম্যাচ চলাকালে তাদেরকে আটক করেছে কলকাতা পুলিশ, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
জানা গেছে, স্টেডিয়ামে ঢোকার প্রবেশ পথেই ফিলিস্তিনের পতাকা হাতে ওই চার যুবককে দেখা যায়। তবে তখন বিষয়টি কেউ বুঝতে পারেনি। পরে ম্যাচ চলাকালে ওই চার যুবক গ্যালারিতে সেই পতাকা উড়িয়েছেন। তারা ফিলিস্তানের পক্ষে স্লোগানও দেন।
মূলত ফিলিস্তনের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে কলকাতা পুলিশ তাদের আটক করেছে। চারজনকে স্টেডিয়ামের বিভিন্ন গেট থেকে আটক করা হয়। চারজনের বয়সই ২০ বছরের আশপাশে। আটক হওয়া চার যুবকের বাড়ি ভারতের ঝাড়খণ্ড, একবালপুর ও হাওড়ায়।
কলকাতার স্থানীয় পুলিশের ডিসি প্রিয়ব্রত রায় টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ।’
রাইজিংবিডি