অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরাইলে তেল ও খাদ্য রপ্তানি স্থগিত রাখতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একইসঙ্গে ইসরাইলকে বয়কট করার আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার একদল বিশ্ববিদ্যালয় ছাত্রকে দেওয়া সাক্ষাত অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা এ কথা বলেন।
খামেনি বলেন, গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ইহুদিবাদী ইসরাইলে তেল ও খাদ্য রপ্তানির পথ বন্ধ করতে হবে। গাজায় চলমান মানিবক বিপর্যয়ের জন্য কেবল পশ্চিমারা দায়ী। বিশ্ব জনমতের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে পশ্চিমারা।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও যুক্তরাষ্ট্রে অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। ইসরাইলি হামলার পক্ষে কোনও ধরনের সাফাই তারা গাইতে পারবে না।
গাজায় ইহুদিবাদী ইসরাইলি হামলার কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, সেখানে গাজার সঙ্গে ইসরাইলের যুদ্ধ নয় বরং সত্যের সঙ্গে খোদাদ্রোহী শক্তির যুদ্ধ চলছে।
ছাত্রদের ওই সমাবেশে খামেনি আরও বলেন, গাজার জনগণ ধৈর্যের সঙ্গে বিশ্বমানবতা বিবেককে নাড়িয়ে দিয়েছে।
যুগান্তর