ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

নতুন সম্পর্কে জড়ালেন সোফি

নভেম্বর ২, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ । ১৬ জন

মার্কিন পপ তারকা জো জোনাস ও ‘গেম অফ থ্রোন্‌স’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের সংসার ভেঙেছে মাস খানেক হবে। দীর্ঘ সাত বছরের সংসারের ইতি টেনে আলাদা হয়েছেন সোফি-জো।

এদিকে বিবাহবিচ্ছেদের মাস খানেক পার হতে না হতেই অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল প্রিয়াঙ্কার জা সোফিকে।

শোনা যাচ্ছে, ব্রিটেনের এক ধনকুবেরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সোফি। নাম পিয়ারগ্রিন পিয়ারসন। মঙ্গলবার রাস্তায় প্রকাশ্যে পিয়ারগ্রিনের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় তাকে।

কিছু সময় দুজনকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেও দেখা গেছে। তখন হাসাহাসিও করেন তারা। তার পর সোফির টুপি খুলে ঠোঁটে ঠোঁট রাখেন পিয়ারগ্রিন। এই পিয়ারগ্রিন ইস্ট সাসেক্সের ধনকুবের। যে বাড়িতে থাকেন তিনি তার মূল্য প্রায় ৫০ লক্ষ পাউন্ড (প্রায় ৫,০৫৫ কোটি টাকা)।

এদিকে দিন কয়েক আগে পিয়রগ্রিনেরও প্রেম ভাঙে। শোনা যাচ্ছে কিং চার্লসের ধর্মকন্যার সঙ্গে প্রেম ছিল তার। তবে সেই সম্পর্ক ভাঙতে প্রিয়াঙ্কার জায়ের সঙ্গে সম্পর্কে জড়ালেন এই ধনকুবের!

Sophie Turner, Priyanka Chopra Unfollow Each Other on Instagram Amid Joe  Jonas Divorce | Teen Vogue

অপরদিকে সম্পর্কে তিক্ততার কারণেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সোফি-জো। তবে বিবাহবিচ্ছেদের এই প্রক্রিয়ার মধ্যেই সন্তানদের নিয়ে রীতিমতো টানাটানি চলছে তাদের মধ্যে। দুই সন্তানকে আমেরিকায় আটকে রাখার অভিযোগে জোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন সোফি। প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর জো জোনাসের সঙ্গে বিয়ের পর আমেরিকায় থাকতেন তিনি। কিন্তু জোয়ের সঙ্গে বিচ্ছেদের পর নিজের দেশ ব্রিটেনে ফিরে গেছেন সোফি।

ঢাকা পোস্ট