গাজার প্রতিরোধ সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যকার সহিংসতা বেড়েই চলছে। এবার অবরুদ্ধ গাজার মাগাজি শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবারের হামলায় হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। এর আগে শনিবার রাতের হামলায় দুটি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েক দিনে গাজার শরণার্থী শিবিরকে লক্ষ্য করে পালাক্রমে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরাইল।
বার্তা সংস্থা ওয়াফা বলছে, আল মাগাজি ক্যাম্পের সাম-আন পরিবারকে লক্ষ্য করে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। ইসরাইলি যুদ্ধবিমান থেকে হামলাটি চালানো হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে বেসামরিক লোকদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে ইসরাইল। এর আগে গত বৃহস্পতিবার গাজার বুরেজ শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরাইল। এতে ১৫ জন প্রাণ হারিয়েছিলেন। তবে শুধু শরণার্থী শিবির না, স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স কোনো কিছুকেই বাদ দেয়নি ইসরাইলি সেনারা।
গাজা-ইসরাইল সহিংসতার আজ এক মাস। এখন পর্যন্ত পাওয়া খবরে ইসরাইলি হামলায় প্রায় সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় প্রায় ১৫০০ ইসরাইলি নিহত হয়েছেন।
রাইজিংবিডি