২০১৭ সালে দখলদার ইসরাইলি বাহিনীর এক সেনাকে চড় মেরে আলোচনায় আসা ফিলিস্তিনি বীর কন্যা আহেদ তামিমি গ্রেফতার করা হয়েছে। সোমবার পশ্চিম তীরের শহর নবী সালেহ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে উসকানি’ দেওয়ার অভিযোগ করেছে ইসরাইলি বাহিনী।
এর আগে গত সপ্তাহে শহরে অভিযানের সময় তামিমির বাবাকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করে।
ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে সম্মুখসারির স্বাধীনতাকামীদের তালিকায় রয়েছেন আহেদ তামিমি। ২০১৭ সালে ১৬ বছর বয়সে তামিমি ইসরাইলি বাহিনীর এক সৈন্যকে থাপ্পড় মেরেছিলেন; যারা তার বাড়িতে ঢোকার চেষ্টা করে।
পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার জের ধরে তামিমিকে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী। তাকে আট মাসের জেল দেওয়া হয়েছিল। ২০১৮ সালের জুলাইয়ে সে মুক্তি পায়। তার বয়স এখন ২৩ বছর।
পশ্চিম তীরে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের আন্তর্জাতিক প্রতীক তামিমি।
আনাদোলু এজেন্সিকে আহেদের মা নারিমান তামিমি বলেন, আমাদের বাড়িতে অভিযান চালিয়ে আহেদকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।
তিনি আরও বলেন, ইসরাইলি বাহিনী বাড়িতে তল্লাশি চালিয়ে পরিবারের মোবাইল ফোন জব্দ করেছে।
গত সপ্তাহে শহরে অভিযানের সময় তামিমির বাবাকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করে।
ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, রামাল্লার কাছে নবী সালেহ শহরে ‘সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে’ উসকানি দেওয়ার সন্দেহে আহেদ তামিমিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কাছে স্থানান্তর করা হয়েছে।
যুগান্তর