ঢাকামঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

রাশমিকার পর ক্যাটরিনার ডিপ ফেক ছবি ভাইরাল

নভেম্বর ৭, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ । ৮৪ জন

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মানদানার একটি ডিপফেক (এআই বা সফটওয়্যার দিয়ে পরিবর্তিত ভিডিও) ভিডিও ভারতীয় চলচ্চিত্র জগৎকে হতবাক করেছে। এ নিয়ে আলোচনা ও ক্ষোভের মধ্যেই বের হলো বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের ডিপফেক ছবি।

মুক্তির অপেক্ষায় থাকা ক্যাটরিনার ‘টাইগার ৩’ ছবির একটি দৃশ্য থেকে বানানো ডিপফেক ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। আসল ছবিতে দেখা যায়, হলিউডের একজন স্টান্টওম্যানের সঙ্গে তোয়ালে পরে মারামারি করছেন ক্যাটরিনা। ভাইরাল হওয়া পরিবর্তিত সংস্করণে ক্যাটরিনাকে তোয়ালের পরিবর্তে একটি সাদা টপ এবং ম্যাচিং বটম পরিহিত দেখা যাচ্ছে।

Katrina Reveals How She Pushed Her Limits For 'Tiger 3'! | Katrina Reveals  How She Pushed Her Limits For Tiger 3

এআই টুল ব্যবহার করে মূল ছবিটি পরিবর্তন করা হয়েছে। আজকাল উন্নত এআই টুল দিয়ে এমন ছবি ও ভিডিও বানানো বেশ সহজ হয়ে গেছে। কারও মুখ পরিবর্তন বা প্রতিস্থাপন করা এখন মুহূর্তের ব্যাপার। এই প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন ইন্টারনেটে প্রায়ই বিভ্রান্তিকর বা বানোয়াট ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ছে।

ক্যাটরিনার এই ডিপফেক ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা বলছেন, ‘টাইগার ৩’ ছবিতে ক্যাটরিনা কাইফের তোয়ালে পরার দৃশ্যটি বিকৃত করা হয়েছে। ডিপফেক ছবিটি অসংখ্য মানুষের মনোযোগ আকর্ষণ করছে, এটি সত্যিই লজ্জাজনক।

Katrina, kaif, HD phone wallpaper

একজন ব্যবহারকারী লিখেছেন, এআই একটি দুর্দান্ত হাতিয়ার। কিন্তু এটিকে ব্যবহার করে নারীদের হয়রানি করা অপরাধমূলক কাজ। এটা বিরক্তিকর!

আরেকজন ব্যবহারকারী কয়েক দিন আগে ছড়িয়ে পড়া রাশমিকা মানদানার ডিপ ফেক ভিডিওর কথা উল্লেখ করে লিখেছেন, ‘ডিপফেক সত্যিই ভয়ংকর! আমার মনে হয়, এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা দরকার!’ আরেকজন লিখেছেন, ‘আমি সম্পূর্ণরূপে তাঁর সঙ্গে একমত। এআই দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে।’

রাশমিকা মানদানার ওই ডিপফেক ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পোশাক পরা একজন নারী লিফটে প্রবেশ করছেন। স্লো মোশনে ভিডিওটি খেয়াল করলেই বোঝা যায়, এখানে অন্য এক নারীর ঘাড়ের ওপর রাশমিকার মাথা বসিয়ে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দ্রুতই ভিডিওটি জাল বলে চিহ্নিত করেছেন। ইন্টারনেটে কীভাবে ‘অনির্ভরযোগ্য’ তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এ নিয়ে বলিউড তারকা অমিতাভ বচ্চন আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রাশমিকা তাঁর প্রতিক্রিয়ায় এটিকে ‘অত্যন্ত ভীতিকর’ বলে অভিহিত করেছেন।

এদিকে, ভাইরাল ডিপফেক ভিডিও বানাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে উদ্বেগ ছড়িয়ে দেওয়ার পর, ভারতের কেন্দ্র সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একটি চিঠি পাঠিয়ে সতর্ক করেছে।

আজকের পত্রিকা