ঢাকাবুধবার , ৮ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

ঈশান খট্টরের পর জাহ্নবীর নতুন প্রেমিক, জেনে নিন পরিচয়

নভেম্বর ৮, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ । ৮০ জন

গত কয়েক মাস ধরে শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। এরই মধ্যে বেশ কয়েকবার একসঙ্গে দেখাও গেছে তাদের। এমনকিএকসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন তারা।

২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেকের পর পাঁচ বছরে ধীরে ধীরে বলিপাড়ার পরিচিত মুখ হয়ে উঠেছেন জাহ্নবী কাপুর। শ্রীদেবী ও বনি কাপুরের মতো তারকার সন্তান হওয়ার সুবাদে বলিউডে অভিষেকের পর একের পর এক ছবিতে কাজ করছেন তিনি। তবে তাঁর অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি উৎসাহী দর্শক ও অনুরাগীরা।

বিশেষ করে তাঁর প্রেমজীবন সর্বক্ষণই আলোচনায় থাকে। প্রথম ছবিতে অভিনয়ের পর অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। সেই অধ্যায়ের ইতি ঘটেছে বহু আগেই।

VIRAL PHOTOS: Janhvi Kapoor hides her face as she's 'spotted' with ex-boyfriend Shikhar Pahariya in car | Celebrities News – India TV

গত কয়েক মাস ধরে শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। এরই মধ্যে বেশ কয়েকবার একসঙ্গে দেখাও গেছে তাদের। এমনকিএকসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন তারা। এবার শিখরের সঙ্গে লাঞ্চ ডেটে গেলেন জাহ্নবী। এখানেইশেষ নয়, সেই দিনরাতেই বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রার দীপাবলির পার্টিতেও দেখা গেল তাদের।

অন্যদিকে কয়েকদিন আগে লালগালিচায় শিখরের সঙ্গে ছবি তোলেন জাহ্নবীর বাবা বনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই কানাঘুষা শোনা যাচ্ছে, পরিবারের সিলমোহর নাকি এরই মধ্যেপেয়ে গেছেন জাহ্নবী ও শিখর। এর দিন কয়েকের মধ্যে একই দিনে দু’বার জনসমক্ষে এলেন চর্চিত যুগল।

দুপুরে শিখরের সঙ্গে ডেটে যান জাহ্নবী। সেদিন রাতে মণীশের পার্টিতেও তাঁরই পোশাকে সেজে গেলেন ‘বাওয়াল’ অভিনেত্রী। পার্টিতে উপস্থিত ছিলেন শিখরও। পার্টিতে ঢোকার সময় লালগালিচায় একসঙ্গে ফ্রেমে ধরা না দিলেও পার্টি থেকে শিখরের সঙ্গেই বেরোলেন জাহ্নবী। এমনকি জাহ্নবী ছবি তুলতে ব্যস্ত থাকায় তাঁর জন্য গাড়িতে বসে অপেক্ষাও করেন শিখর।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর। মাসখানেক আগে তাঁর সঙ্গে তিরুপতি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন জাহ্নবী।

সমকাল