সব জটিল হিসেব-নিকেশ শেষ করে চূড়ান্ত হলো ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ। পাকিস্তানের সম্ভাবনা টিকে ছিল শুধুমাত্র কাগজে কলমে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের ৩৩৮ রানের লক্ষ্য টপকাতে হতো মাত্র ৪০ বলে। সব বলে ছয় হাঁকানোর অবিশ্বাস্য সমীকরণেও টপকানো সম্ভব ছিল না এই টার্গেট। স্বাভাবিকভাবেই তাই পাকিস্তান ব্যাটিংয়ে নামার আগেই চূড়ান্ত হয়ে যায় বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ।
লিগপর্বে বাকি আছে আর এক ম্যাচ। যেখানে শীর্ষে থাকা ভারত মুখোমুখি হবে তলানির দল নেদারল্যান্ডসের। যে ম্যাচে রোহিত শর্মারা হেরে গেলেও বদলাবে না শীর্ষ চার দলের অবস্থান। লিগ পর্বের ৪৫ ম্যাচ শেষে সেরা চারেই থাকবে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে টেবিলের প্রথম ও চতুর্থ দল। তাই আগামী ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবেও ভারত ও নিউজিল্যান্ড। গত আসরেও সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলেছিল তারা। সেবার ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠে নিউজিল্যান্ড। এবার তাই অনেকটা প্রতিশোধের মিশনেই মাঠে নামবে ভারত।
বিশ্বকাপ সেমিফাইনাল লাইনআপ
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৫ নভেম্বর | ভারত বনাম নিউজিল্যান্ড | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই |
১৬ নভেম্বর | দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া | ইডেন গার্ডেনস, কলকাতা |
অপর সেমিফাইনালে পরদিন ১৬ নভেম্বর কলকাতায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই দল সবশেষ লড়েছিল ২০০৭ বিশ্বকাপে। সেবার প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে ফাইনাল খেলেছিল অজিরা। এছাড়া ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই দল উপহার দিয়েছিল ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ। সেবারেও টাই হওয়া ম্যাচে হেড-টু হেডে এগিয়ে থেকে ফাইনালে যায় অজিরা।
বিশ্বকাপের দুই সেমিফাইনালই হবে দিবা-রাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ। লিগ পর্বের কোন ম্যাচে রিজার্ভ ডে না থাকলেও সেমিফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বৃষ্টি বা অন্য কোন কারণে ম্যাচ পন্ড হওয়ার শঙ্কা থাকলে তা নেওয়া হবে রিজার্ভ ডে-তে।
ঢাকা পোস্ট