রাজশাহীতে শুরু হয়েছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৩। রোববার (১২ নভেম্বর) দুপুরে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়।
এসময় রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আনিসুর রহমান, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ২৯তম এবারের আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও বিশ্বের ১২টি দেশ অংশ নিয়েছে। এতে সর্বমোট ৮২ জন খেলোয়াড় এবং ২০ জন কোচ অংশ অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে ১৫ জন বালক ও পাঁচ জন বালিকা। এছাড়া ভারত থেকে ২৩ জন বালক ও ১৬ জন বালিকা, কাজাকিস্তান থেকে একজন বালিকা, দক্ষিণ কোরিয়া থেকে সাতজন বালক ও দুইজন বালিকা খেলছে।
তারা আরও জানান, এতে আমেরিকা থেকে এক জন বালক ও দুই জন বালিকা, থাইল্যান্ড থেকে ৪ জন বালক, নেপাল থেকে দুইজন করে ৪ জন বালক ও বালিকা, নেদারল্যান্ড থেকে একজন বালিকা, শ্রীলংকা থেকে একজন বালিকা অংশ নিচ্ছে। আগামী ১৭ নভেম্বর এ টুর্নামেন্টের পর্দা নামবে বলেও আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকরা আরও জানান, এবারের টুর্নামেন্ট পরিচালনায় রেফারি মনোনীত হয়েছেন ভারতের জয় মুখার্জি। টুর্নামেন্টের মূল স্পন্সর হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান ২৯তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে পরিচালক হিসেবে রয়েছেন মোহাম্মদ খসরু।