ইসরায়েলি হামলার মুখে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চিকিৎসার অভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ৭০০ রোগী।
মঙ্গলবার হাসপাতালের পরিচালক জানিয়েছেন, মৃতদেহ দাফনের জায়গা নেই। তাই বাধ্য হয়ে ১৭৯ জনকে হাসপাতালের আঙ্গিনায় গণকবরে দাফন করা হয়েছে।
মোহাম্মদ আবু সালমিয়া বলেন, ‘তাদেরকে গণকবরে দাফন করতে আমাদের বাধ্য করা হয়েছে।
তিনি জানান, নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে। এছাড়া আরও ২৯ জন হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
রাইজিংবিডি