ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

হাসপাতালে ইসরায়েলি সৈন্যদের তাণ্ডব, পানির জন্য আর্তনাদ মানুষের

নভেম্বর ১৭, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ । ৫৪ জন

ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার ভেতর তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

বিবিসির সাংবাদিক রুশদি আব্দুলরউফকে টেলিফোনে খাদের নামের ওই সাংবাদিক বলেছেন, হাসপাতালের ভেতর গুলি ছুড়েছে সেনারা। তারা হাসপাতাল ভবনের প্রত্যেকটি জায়গায় যাচ্ছে। বিশেষ করে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর ব্যাপক তল্লাশি চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা।

হামাসের কমান্ড সেন্টার থাকার অজুহাতে বুধবার হাসপাতালটির ভেতর ঢোকে ইসরায়েলি সেনারা। কিন্তু এই কমান্ড সেন্টার থাকার মতো কোনো প্রমাণ এখন পর্যন্ত তারা দেখাতে পারেনি।

হাসপাতালটির ভেতর কোনো কমান্ড সেন্টার না পেলেও এটি ইসরায়েলি সেনারা ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে হামাস।

সশস্ত্র এ গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনারা আল-শিফার রেডিওলোজি বিভাগ, বার্ন ও কিডনি বিভাগ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

অপরদিকে আল-শিফার পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, দখলদার ইসরায়েলি সেনারা হাসপাতালের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে এখন সেখানে পানির সংকট দেখা দিয়েছে। পানি না পেয়ে তৃষ্ণার্ত মানুষ পানির জন্য চিৎকার করছে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া হাসপাতালের অক্সিজেনও ফুরিয়ে এসেছে বলে জানিয়েছেন মোহাম্মদ আবু সালমিয়া।

ইসরায়েলি সেনারা আল-শিফাকে ট্যাংক দিয়ে চারদিক দিয়ে ঘিরে রেখেছে। এছাড়া আকাশের ওপর অব্যাহতভাবে ড্রোন উড়াচ্ছে তারা। ফলে এখন হাসপাতালের ভেতর থেকে কেউ বের হতে পারছেন না।

আল-শিফার পরিচালক জানিয়েছেন, হাসপাতালের ভেতর ৬৫০ জন রোগী, ৫০০ স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে আসা ৫ হাজার মানুষও এখানে আশ্রয় নিয়েছেন।

সূত্র: বিবিসি ও ঢাকা পোস্ট