ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

ফেব্রুয়ারিতে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী

জানুয়ারি ২৫, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ । ৭৮ জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানি যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মিউনিখ কনফারেন্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জার্মান ও ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। পরে, সাংবাদিকদের প্রধানমন্ত্রীর জার্মানি সফরের তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখের একটি হোটেলে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) অনুষ্ঠিত হবে।

সম্মেলন আবারও বিশ্বের সবচেয়ে জরুরি নিরাপত্তা চ্যালেঞ্জগুলো নিয়ে উচ্চ পর্যায়ের বিতর্কের অনন্য সুযোগ করে দেবে বলে জানিয়েছেন আয়োজকরা।

রাইজিংবিডি