ঢাকাশনিবার , ২৭ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

নগরীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রকৌশলীদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

জানুয়ারি ২৭, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ । ৭২ জন

রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রকৌশলী বিভাগের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল করতে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র।
সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-১ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাসিক এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কোÑঅর্ডিনেটর ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার (প্রকল্প) মোঃ আশরাফুল হক, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ.বি.এম. আসাদুজ্জামান সুইট সহ প্রকেšশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

Paris