ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

পরিচালকদের প্রতি যে অভিযোগ নোরার

ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ । ৮৭ জন

নোরার স্বপ্ন ছিল হিন্দি সিনেমার প্রথম সারির অভিনেত্রী হবেন। কিন্তু বলিউড তাঁকে কেবল আইটেম ড্যানসার হিসেবেই ব্যবহার করেছে। যা নিয়ে আক্ষেপের শেষ নেই নোরার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নোরা, ‘এখন এই ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। ছবির সংখ্যাও কমে গেছে। অধিকাংশ চিত্রনির্মাতা মাত্র চার-পাঁচজন নায়িকাকে নিয়েই ছবি করতে বেশি আগ্রহী। অন্য কাউকে তাঁদের নজরে পড়ে না। এই চার-পাঁচজন নায়িকা ক্রমেই একের পর এক ছবি করে যাচ্ছেন। নির্মাতারা বেশির ভাগ সময় তাঁদের বাইরে কারও কথা ভাবেনই না।’
Belly Dancing Is An Art And Nora Fatehi Has Mastered It - News18

তবে নোরার আক্ষেপ সামনে কিছুটা ঘুচবে। কারণ, শিগগিরই তাঁকে দক্ষিণি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ।
Nora fatehi, bollywood actress HD phone wallpaper

সম্প্রতি নোরা কন্নড় সিনেমা ‘কেডি-দ্য ডেভিল’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিতে নোরার সঙ্গে দেখা যাবে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। শুধু তা-ই নয়, ছবিটিতে নোরার সঙ্গে নাচতেও দেখা যাবে সঞ্জয়কে। এই ছবিতে নোরা ও সঞ্জয় ছাড়া বিজয় সেতুপতি, শিল্পা শেঠি অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে।
Nora Fatehi raises the heat in winter | Nora Fatehi raises the heat in  winter

বিষয়টি নিয়ে নোরা ভীষণ উচ্ছ্বসিত। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বলে বোঝাতে পারব না, কতটা খুশি। দু-দুটো কন্নড় ছবিতে কাজ করতে চলেছি। এই দুই ছবির মাধ্যমে কর্ণাটকের সংস্কৃতি ও ঐতিহ্যের নানা ধারাকে জানতে পারব। এখানকার ছবির দর্শকের সঙ্গে সংযোগও তৈরি হবে। আমি এই ইন্ডাস্ট্রির একজন হতে পেরে রীতিমতো আপ্লুত। এখন দেখার অপেক্ষায় যে কর্ণাটকের দর্শক আমাকে কীভাবে গ্রহণ করেন। তাঁদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি।’
প্রথম আলো