ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

রাজশাহী কলেজে অমর একুশে বই মেলা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ । ২১৮ জন

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে রাজশাহী কলেজের উদ্যোগে অমর একুশে বই মেলা অত্র কলেজের গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত সাড়ে  ১২টায় উক্ত বই মেলায় রাজশাহী কলেজ ছাত্রলীগের “বর্ণমালা” স্টলটি ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখার সভাপতি রাশিক দত্ত, নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিয়া সহ রাফি, আশিক, ইমন, বেল্লাল, হাবিব, সাকিব ও অনেকো প্রমুখ।

Paris