ঢাকাশনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

রাজশাহীতে আওয়ামী লীগ পরিবারের মিলনমেলা

ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ । ১০৩ জন

প্রতিবছরের ন্যায় এবারো রাজশাহীতে আওয়ামী লীগ পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার সহ রাজশাহী জেলা ও মহানগরের আওয়ামী লীগ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Paris