প্রতিবছরের ন্যায় এবারো রাজশাহীতে আওয়ামী লীগ পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার সহ রাজশাহী জেলা ও মহানগরের আওয়ামী লীগ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।