ঢাকাসোমবার , ৪ মার্চ ২০২৪
  • অন্যান্য

কেট তরুণদের নিয়ে উচ্ছ্বসিত

মার্চ ৪, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ । ৯৯ জন

তাঁর বয়স যেন আর বাড়ে না। বয়স যখন বিশের কোঠায়, তখনই তারকাখ্যাতি পান। এরপর অনেক তারকাই এসেছেন, তবে কেট উইন্সলেটের আবেদন এতটুকু কমেছে কি? কোভিডের পর সিনেমার চেয়ে সিরিজ নিয়ে যখন তুমুল আলোচনা, তখন কেট এইচবিওর সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’-এ হাজির হয়ে যেন চমকে দিলেন সবাইকে।

৪৮ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী আবার এসেছেন নতুন সিরিজ ‘দ্য রেজিম’ নিয়ে। সিরিজটির প্রচারে ‘দ্য টুডে শো’-তে এসে নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের টাইটানিক দিয়ে তারকাখ্যাতি পেয়েছিলেন কেট। তবে অভিনেত্রী মনে করেন, সেই সময়ের চেয়ে বিনোদন–দুনিয়া এখন অনেকটাই বদলে গেছে।

সিনেমার দৃশ্য কেট উইন্সলেট। আইএমডিবি
সিনেমার দৃশ্য কেট উইন্সলেট। আইএমডিবি

কেট বলেন, ‘সবকিছু অনেকটাই বদলে গেছে। এটা হয়েছে এখনকার তরুণ নারী শিল্পীদের জন্য। শুরু থেকেই তাঁরা নিজেদের একটা অবস্থান তৈরি করেছেন। তাঁদের স্বতন্ত্র একটা ব্যাপার আছে। তাঁরা জানেন, কীভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে হয়। এই সব তরুণ অভিনেত্রী নিজেদের গুরুত্ব জানেন, একে অন্যের পাশে দাঁড়ান।’

Kate Winslet rewears old dress to Avatar sequel premiere | news.com.au —  Australia's leading news site

একের পর এক তরুণ অভিনেত্রীরা দৃশ্যপটে আসার পর বিনোদন–দুনিয়ার চিত্র যেভাবে বদলে গেছে, সেটা কেটের কাছে দারুণ ব্যাপার মনে হয়। কেটের ভাষ্যে, তরুণদের এভাবে প্রভাব বিস্তার করতে দেখাটা খুব রোমাঞ্চকর। তরুণদের পাশে থাকতে হবে, তাঁদের পরিচর্যা করতে হবে।

কেট উইন্সলেটকে দেখা গেল নতুন সিরিজ ‘দ্য রেজিম’-এ। গতকাল প্রচারিত হয় সিরিজটির প্রথম পর্ব। ছয় পর্বের সিরিজটির প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে মুক্তি পাবে ৭ এপ্রিল পর্যন্ত। এইচবিওর রাজনৈতিক বিদ্রূপাত্মক এই সিরিজ বানিয়েছেন স্টিভেন ফিয়ার্স ও জেসিকা হবস। সিরিজটিতে কেট উইন্সলেটকে দেখা যাবে একটি কাল্পনিক ইউরোপীয় দেশের চ্যান্সেলর হিসেবে। কেট ছাড়া সিরিজটিতে আরও অভিনয় করেছেন মার্থা প্লিম্পটন, অন্দ্রেয়া রাইসব্রো, হিউ গ্র্যান্ট।

প্রথম আলো