ঢাকামঙ্গলবার , ৫ মার্চ ২০২৪

নিজের শুরুর দিনগুলোর কথা স্মরণ করলেন দিশা

মার্চ ৫, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ । ৬৭ জন

নায়িকাদের ভিড়ে হারিয়ে যাননি দিশা পাটানি। ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেও তিনি নিজের জায়গা করে নিয়েছেন। এবার দিশাকে দেখা যাবে করণ জোহরের ‘যোদ্ধা’ ছবিতে। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে নিজের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেছেন অভিনেত্রী। সঙ্গে করণের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সম্প্রতি আহমেদাবাদে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘যোদ্ধা’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে ছিলেন করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না ও দিশা পাটানি। ছবিটিতে সিদ্ধার্থের পাশাপাশি দিশাকেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।

Disha Patani in celestial ivory silver lehenga stops traffic at ICW 2023.  Wow pics - India Today

অ্যাকশন এমন এক জিনিস, যা আমি সব সময় পর্দায় তুলে ধরতে চেয়েছি। ছবিটিতে ভরপুর অ্যাকশন আছে। শুটিংয়েও খুব মজা হয়েছে।’

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন দিশা। এরপর তাঁকে ‘ভারত’, ‘বাগী টু’, ‘মালাং’, ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো ছবিতে দেখা গেছে। দিশা জানিয়েছেন, তিনি আজ যে জায়গায় পৌঁছেছেন, তার কৃতিত্ব করণ জোহরকে দিতে চান।

Disha Patani raises temperature in white cut-out gown, see pictures

দিশা যোদ্ধা ছবিতে তাঁর সহকর্মীদের সম্পর্কে বলেন, ‘সিড (সিদ্ধার্থ) দারুণ ছেলে। ও খুব পেশাদার। ও সব সময় আমার পাশে দাঁড়িয়েছে। সাহায্য করেছে।’
সাগর আমব্রে ও পুষ্কর ওঝা পরিচালিত ছবিটি ২৫ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে।