ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪
  • অন্যান্য

আরএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মার্চ ১০, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ । ৯৩ জন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৭ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে প্যারেডটি অনুষ্ঠিত হয়।
এ সময় আরএমপি’র সম্মানিত কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম, মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন। সালাম গ্রহণ শেষে পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’র অফিসার ও ফোর্সদের নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা, সুশৃঙ্খল জীবন যাপন ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন-সহ বিভন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মো: মাহমুদুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া), আরএমপি, রাজশাহী।
মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)  মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

Paris
Paris