ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪

মুরগি ব্যবসায়ীকে পিটিয়ে জখম, গ্রেপ্তার এক

মার্চ ২৩, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ । ৩২ জন

রাজশাহীতে মুরগি ব্যবসায়ীকে পিটিয়ে জখম করার ঘটনায় কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  নগরীর শাহ মখদুম থানা পুলিশ শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পবার নতুনপাড়া গাংপাড়া ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১ মার্চ দুপুরে মহানগরীর শাহ মখদুম থানার মোড়ে মুরগি কেনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মুরগি ব্যবসায়ী নূর জামানকে পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়াও কিশোর গ্যাংয়ের সদস্যরা তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে চলে যায়।

ওই ঘটনার পরপরই পুলিশ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। এ নিয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলাও দায়ের করা হয়। এ মামলায় নতুন করে সিফাতকে গ্রেপ্তার করা হলো। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল। বাংলানিউজ

Paris