ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ক্রু’

এপ্রিল ২, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ । ৯৯ জন

বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা নিয়ে নির্মিত ‘ক্রু’ সিনেমাটি নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। দর্শকরাও বেশ কৌতূহলের সঙ্গে অপেক্ষা করছেন ছবিটির জন্য।

এবার অপেক্ষার পালা শেষ।

গত ২৯ মার্চ ভারতে মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পড়েছে সিনেমা হলগুলোতে। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো ১ এপ্রিল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘ক্রু’। সাফটা চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো হিন্দি সিনেমা আমদানি করছে স্টার সিনেপ্লেক্স।

Ghagra | Crew | Tabu, Kareena Kapoor Khan, Kriti Sanon

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ক্রু’ সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। প্রথমবারের মতো আমরা হিন্দি সিনেমা আমদানি করে মুক্তি দিতে যাচ্ছি। এর মধ্য দিয়ে ভারতের পাশাপাশি বাংলাদেশেও বলিউডের সিনেমা একইদিনে মুক্তি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। দর্শকদের জন্য এটা নিশ্চয়ই একটা আনন্দের সংবাদ। আশা করি, দর্শকরা বিষয়টা উপভোগ করবেন। ‘ক্রু’ নিয়ে দর্শকদের বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে অনেক দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। নিয়ম অনুযায়ী ঈদ উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না তাই ঈদের সময় ‘ক্রু’-এর শো বন্ধ থাকবে।

Kareena Kapoor Khan, Kriti Sanon, Tabu Light Up the Dance Floor with  Infectious Party Anthem "Ghagra" from "Crew - Times Bull

আকাশপথে প্লেনে এয়ারহোস্টেস বা বিমানবালাদের কঠিন জীবনের কথা উঠে এসেছে এ সিনেমার গল্পে। বিমানবালা নাকি সোনা পাচারকারী, এমনই রহস্যময় গল্পে বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ক্রু’। রাজেশ কৃষ্ণণ পরিচালিত এ সিনেমায় সুন্দরী বিমানবালা রূপে দেখা যাবে টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যাননকে। একতা কাপুর ও অনিল কাপুরের মেয়ে রিয়া কাপুর প্রযোজিত এ সিনেমায় বর্তমান সময়ের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির দুরবস্থাকে তুলে ধরা হয়েছে। কমেডি ঘরানার সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন টাবু ও কারিনা।

গত ২ ফেব্রুয়ারি এ ছবির টিজার প্রকাশ্যে আনা হয়। এদিন করিনা কাপুর নিজেই ছবির টিজার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

বাংলানিউজ