মিস ইউনিভার্সের ৭৩ বছরের ইতিহাসে এবারই প্রথমবার যোগ দিচ্ছে সৌদি আরব।

ফলে খবরটি প্রকাশ্যে আসার পর রুমিকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম নেওয়া রুমি এর আগে মিস সৌদি আরব, মিস মিডল ইস্ট, মিস উইমেনসহ (সৌদি আরব) বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত তিনি। ইনস্টাগ্রামে তাঁকে ১০ লাখের বেশি মানুষ অনুসরণ করেন। পাশাপাশি এক্স ও ফেসবুকে লাখো মানুষ অনুসরণ করেন তাঁকে।

ঘোরাঘুরি পছন্দ করেন রুমি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে মিসর—বিশ্বের নানা প্রান্তে ঘোরাঘুরি করেন তিনি। কখনো বুর্জ খলিফার সামনে আবার কখনো দুবাইয়ের পুলে তোলা।

বোনদের সঙ্গে রুমি। দুই বোনের নাম রাজান ও জেদাই। তাঁদের মধ্যে রাজানও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত ।
প্রথম আলো