ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪

রাজশাহীতে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

এপ্রিল ৭, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ । ৮৮ জন

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ  ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে  রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত  হলো- ফরিদ হাওলাদার (৭০), মো: রাসেল সওদাগর (৩৬), মো: মিন্টু (৪৪),  আ: রহিম (৪৪), মানিক (৪০), লিটন শেখ (৩২), আনোয়ার হোসেন (৪৫) ও সিরাজ মিয়া(৫০)। তারা সকলেই নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়,, শনিবার দিবাগত রাত  সাড়ে ১২টায় রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের দল চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Paris
Paris