বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শুক্রবার রাত ৮টায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম এর কার্যালয়ের উদ্বোধন করেছেন।
নগরীর শাহ মখদুম থানার মোড়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ের উদ্বোধন করেন রাসিক মেয়র।
এ সময় ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, সদস্য নজরুল ইসলাম তোতা, মোঃ ইউনুস আলী, বাদশা শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।