রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে সদস্য উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী পণ্য প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে।
৩১ মে (শুক্রবার) বেলা সাড়ে ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, বিভাগীয় কমিশনার, রাজশাহী।
তিনি উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তদের বিভিন্ন দিক নির্দশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুদুর রহমান রিংকু, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
এছাড়া আরো উপস্থিত ছিলন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সহ-সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবু, পরিচালক মোঃ সাদরুল ইসলাম ও রিয়াজ আহমেদ খান।
জানা গেছে, পণ্য প্রদর্শনী ৩১ মে ও ১ লা জুন ২০২৪ তারিখ সকাল ১০ টা হতে রাত্রি ৮ টা পর্যন্ত প্রদর্শনী টি চলবে।