বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি গোলাম সারওয়ার স্বপন ও সচিব ইয়াকুব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় রাসিক মেয়র নবনির্বাচিত সভাপতি ও সচিবকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সাদি মোহাম্মদ আলী, রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, কাশিয়াডাঙ্গা থানা সভাপতি আরিফুল ইসমাম সবুজ ও চন্দ্রিমা থানার সদস্য সচিব ইয়াসমিন আরাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকগণ।
উল্লেখ্য, গত ৩১ মে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গোলাম সারওয়ার স্বপন সভাপতি ও ইয়াকুব আলী সচিব হিসেবে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।