ভারতের উত্তর প্রদেশের হাতরাস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলনের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের (২ জুলাই) এই ঘটনায় কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও তিন শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তারা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
স্থানীয় একটি কমিউনিটি হেলথ সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই ধর্মীয় অনুষ্ঠানে প্রার্থনা সভা বা ‘সৎসঙ্গ’ চলাকালে কয়েকশ’ মানুষের উপস্থিতিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালগুলোতে নিহতদের মরদেহ এবং আহতদের নিয়ে আসার সময় স্বজনদের আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে।
জেলা প্রশাসক আশীষ কুমার জানিয়েছেন, পদদলনের ঘটনাটি হাতরাস জেলার সিকান্দ্রা রাও থানার ফুলরাই গ্রামে ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসকরা আমাকে জানিয়েছেন, ৫০-৬০ জনের মৃত্যু হয়েছে। এটি একটি বেসরকারি আয়োজনের অনুষ্ঠান ছিল এবং সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অনুমতিতে এটি অনুষ্ঠিত হয়। প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে অন্যান্য ব্যবস্থা আয়োজকদের পক্ষ থেকেই করা হয়েছিল।
এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, কেন্দ্রীয় সরকার উত্তর প্রদেশ সরকারকে সম্ভাব্য সব ধরনের সাহায্য প্রদান করবে।
ইতাহ জেলা কর্মকর্তা ডা. উমেশ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, আমরা ২৭টি মৃতদেহ পেয়েছি, যার মধ্যে ২৫ জন নারী ও ২ জন পুরুষ। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি সৎসঙ্গ চলাকালে পদদলনের ঘটনা ঘটেছে।
ইতাহ জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ রাজেশ কুমার জানান, এখন পর্যন্ত ২৭টি মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের মধ্যে ২৩ জন নারী ও তিন শিশু রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকা এক নারী বলেছেন, স্থানীয় ধর্মগুরু ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির সম্মানে এই আয়োজন ছিল। ভিড়ের মধ্যে বের হতে শুরু করলে পদদলনের ঘটনা ঘটে।
নিহতদের পরিবারের জন্য ২ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বাংলা ট্রিবিউন