ঢাকাশনিবার , ৬ জুলাই ২০২৪
  • অন্যান্য

ঢাকায় দুই কনসার্টে অংশ নেবেন নচিকেতা

জুলাই ৬, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ । ১২৩ জন

আবারও ঢাকায় আসছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। ১২ ও ২৬ জুলাই ঢাকায় দুটি কনসার্টে অংশ নেবেন তিনি। ‘ঢাকা মেল্যাঙ্কলি’ শিরোনামের একটি কনসার্টের আয়োজন করেছে ব্ল–ব্রিক কমিউনিকেশনস।মেলোডি গানের আসরটি বসছে আগামী ১২ জুলাই হাতিরঝিল এম্ফিথিয়েটারে।

এতে নচিকেতা ছাড়া আরও গান পরিবেশন করবেন বাংলাদেশের সংগীতশিল্পী ও গীতিকার শায়ান চৌধুরী অর্ণব, আরমিন মুসা ও আহমেদ হাসান সানি।

এদিকে আগামী ২৬ জুলাই আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম-২’। সেখানেও অংশ নিবেন এই গুণী শিল্পী। এটি রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।  এ কনসার্টে নচিকেতার সঙ্গে থাকবেন জয় শাহরিয়ার।

উল্লে­খ্য, সংগীত জীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর ঢাকায় একক কনসার্ট করেন নচিকেতা।

 

যুগান্তর