জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী দিনমজুর বাবু মোল্লার কবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকউজ্জামানের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে পৌঁছান। তারপর নেতৃবৃন্দ সেখানে বাবু মোল্লার কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র ফাতেহা পাঠ ও রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এরপর, তারা বাবু মোল্লার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
নেতৃবৃন্দ বাবু মোল্লার পরিবারকে সবধরণের সহযোগিতার আশ^াস দেন। তারা বাবু মোল্লার পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় গোপালগঞ্জ জেলা, মুকসুদপুর, কাশিয়ানী ও সদর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।