ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  • অন্যান্য

খুলেছে ফারাক্কার সব গেট, বন্যার শঙ্কা

আগস্ট ২৬, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ । ৭৬ জন

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে বাংলাদেশে বন্যার শঙ্কা তৈরি হয়েছে।

ইতোমধ্যে বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা।
শনিবার থেকে খুলে দেওয়া হয় বাঁধের অধিকাংশ গেট।

আর সোমবার সর্বোচ্চ ১০৯ গেট খুলে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ময়েজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, রোববার পর্যন্ত ফারাক্কার ২৭টি গেট খোলা ছিল।

আজ বিভিন্ন গণমাধ্যমে দেখলাম মোট ১০৯টি গেট খোলা হয়েছে। এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এ অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক। দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হঠাৎই গেট খোলা হয়নি। তেমন হলে পশ্চিমবঙ্গের মালদহ-মুর্শিদাবাদসহ কাছাকাছি বাংলাদেশ অংশে বন্যা দেখা যেত। কিন্তু তা হয়নি। শুক্রবার রাত থেকে অত্যন্ত ধীর গতিতে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়।

বিগত কয়েক দিনের বৃষ্টিতে ভারতের বিভিন্ন নদ নদীতে পানির চাপ বেড়েছে।  বিপদসীমা অতিক্রম করার আগেই দিন দিন ধীরে ধীরে বাড়তি পানি ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ। এমনটি জানা গেছে নবান্ন সূত্রে।

ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, গোটা ভারতেই পানির প্রবল চাপ বেড়েছে। প্রতি মুহূর্তেই তারা সব বিষয়ের ওপর নজর রাখছি।

বাংলানিউজ