ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

ভারতে বসে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে – পিটিআইকে ইউনূস

সেপ্টেম্বর ৫, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ । ২৯ জন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করা একটি “অবন্ধুত্বসুলভ” আচরণ।

ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতের কাছে ঢাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন করার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে অস্বস্তি এড়াতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে।

তিনি বলেন, “বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে ধরে রাখতে চায়, শর্ত হবে যে তাকে চুপ থাকতে হবে।”

ঢাকায় তার সরকারি বাসভবনে পিটিআইকে এ সাক্ষাৎকার দেন অধ্যাপক ইউনূস।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস।

পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে গুরুত্ব দেয়।

“তবে দিল্লিকে ‘আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলকেই ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করার প্রবণতা’ এবং ‘শেখ হাসিনা ছাড়া দেশটি আফগানিস্তানে পরিণত হবে’ – এমন ধারণা থেকে বের হয়ে আসতে হবে,” বলেন অধ্যাপক ইউনূস।

বিবিসি