ঢাকাসোমবার , ১৪ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

হয়রানিমূলক মামলা দায়েরকারীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অক্টোবর ১৪, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ । ৩৬ জন

মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকারীদের সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এ বিষয়ে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয়। এতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ নানা প্রকার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়ের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সকল কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে হুঁশিয়ারিসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সকল অপতৎপরতাকারীদের বিরুদ্ধে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ অভিযোগ/তথ্য জানানোর জন্য এবং সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

যুগান্তর

Paris