ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন: আসিফ নজরুল

অক্টোবর ২১, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ । ৫৫ জন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, “উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই এটা হচ্ছে মিথ্যাচার, এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের শামিল। কারণ উনি নিজেই ৫ই অগাস্ট তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র দিয়েছেন। এবং উনি তা গ্রহণ করেছেন”।

পরবর্তীতে সরকার গঠনের আগের প্রক্রিয়ার কথা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, “সেই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনে এ নিয়ে মতামত জানতে চাওয়া হয়। এটার প্রেক্ষিতে ততকালীন সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারকরা মিলে ১০৬ এর অধীনে একটা মতামত প্রধান করেছিলেন”।

তিনি বলেন, “সেই অভিমতে যা লেখা হয়েছিল তার প্রথম লাইনটি হচ্ছে, ‘দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই রেফারেন্সটিতে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির স্বাক্ষরও রয়েছে”।

সেই প্রেক্ষিতে অন্তর্বতীকালীন সরকার গঠন হয়েছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মি. নজরুল।

সোমবার একটি পত্রিকার সম্পাদকের কাছে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দাবি করেছেন শেখ হাসিনা ৫ই অগাস্ট তার কাছে পদত্যাগপত্র দিয়ে যান নি।

সোমবার ওই বক্তব্যের জবাবে আসিফ নজরুল সাংবাদিকদের আরো বলেছেন, “রাষ্ট্রপতির এই বক্তব্য শপথ ভঙ্গের সামিল। তিনি তার বক্তব্যে অটল থাকলে তিনি পদে থাকতে পারেন কিনা তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হতে পারে।’

“যখন ফ্যাসিস্টের শক্তিরা বিভিন্ন জায়গায় যখন মাথাচার দিয়ে ওঠার চেষ্টা করছে তখন হঠাৎ করে আড়াই মাস পরে কেন এই কথা বললেন রাষ্ট্রপতি, এখন সেই প্রশ্ন আসাটাও স্বাভাবিক” বলছিলেন মি. নজরুল।

বিবিসি