হত্যাচেষ্টার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। সোমবার সকালে তার আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আজকে শুনানিতে পান্না সাহেবকে পুলিশ রিপোর্ট জমার আগ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দেয়া হয়েছে। সরকারপক্ষ থেকেও কোনো আপত্তি তোলা হয়নি।
আহসানুল করিম বলেছেন, “নিরাপরাধ ব্যক্তির নামে মামলা দিলে জুলাই-আগস্ট গণহত্যার প্রকৃত মামলাগুলো প্রশ্নবিদ্ধ হবে।”
জামিনের পর সাংবাদিকদের জেড আই খান পান্না বলেছেন, বরিশালের মুলাদীর অভ্যন্তরীণ রাজনীতির কারণে হয়রানি করতেই মামলাটি করা হয়।
এই মামলায় ‘কষ্ট পেয়েছেন’ জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে তাকে কেউ বাকরুদ্ধ করতে পারবে না।
গত ১৯শে জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে খিলগাঁও থানায় বৃহস্পতিবার মামলাটি হয়।
মামলার ৯৪তম আসামি তিনি।
বিবিসি