রাজশাহীর সাগরপাড়া এলাকার বড় পুকুর থেকে এক দুধ বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার (২ নভেম্বর) সকালে ওই পুকুরের পানিতে মরদেহটি ভেসে ওঠে।
এ সময় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের নাম সঞ্জিত দাস (৪২)। তিনি ওই একই এলাকার বাসিন্দা।
মৃতের পরিবার পুলিশকে জানিয়েছে, গত ৩১ অক্টোবর কালীপূজার রাত থেকে সঞ্জিত নিখোঁজ ছিলেন। এরপর আজকে তারা সঞ্জিতের মরদেহের খোঁজ পান।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, সঞ্জিতের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। এজন্য পুকুর থেকে উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।