ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে চিন্ময়ের মুক্তির দাবিতে বিক্ষোভ-সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু

নভেম্বর ২৬, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ । ৩৯ জন

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামে সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই আইনজীবীর নাম সাইফুল ইসলাম। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।

হাসপাতালের পরিচালক মি. উদ্দিন বিবিসি বাংলাকে বলেন, “ঘটনাস্থলেই হয়তো সাইফুল মারা যায়। হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে।”

ওই সংঘর্ষে আহত হয়ে সাত থেকে আটজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

তবে আহতের সংখ্যা আরো বেশি বলে পুলিশ জানিয়েছে।

এর আগে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাকে বহনকারী প্রিজনভ্যান প্রায় দুই ঘণ্টা ঘণ্টা আদালত প্রাঙ্গনে আটকে রেখে বিক্ষোভ করেন তার ভক্ত-অনুসারীরা।

পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে তারা সড়ক অবরোধ করেন। এ সময় টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেওয়া হয়।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রামের আদালত জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিবিসি

Paris