বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে এ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।
মঙ্গলবার দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের এক খবরে বিজিবিকে উদ্ধৃত করে বলা হয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা, ভাংচুরের পর এরই মধ্যে সেখানে কনসুলার সেবা দেয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার।
বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকেও তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
বিবিসি